মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়কে এ কর্মসূচি হয়। নয়ানগর ও বালুচর গ্রামের অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী নদীর তীর থেকে দেড় হাজার ফুট দূরে গিয়ে বালু তোলার কথা থাকলেও ইজারাদার প্রতিষ্ঠান নদীর তীর ঘেঁষেই বালু তুলছে। এতে বসতঘর, মসজিদ ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। তাই এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে অবিলম্বে বালু মহাল বন্ধের দাবি জানান তারা।

জেলা প্রশাসন থেকে বালুমহালটির ইজারা পেয়েছে আদন ড্রেজিং লিমিটেড। এর পরিচালনায় রয়েছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এটি সরকার অনুমোদিত একটি বালুমহাল। তারা যদি নিয়ম মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে তাহলে আমাদের বলার কিছু নাই। তবে যদি তারা নিয়ম অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছর মুন্সীগঞ্জের গজারিয়ার ষোলআনী, নয়ানগর রমজানবেগ ও চর কালীপুরা মৌজার ১২৮ একর এলাকায় ২১ কোটি টাকায় বালুমহালটির ইজারা নেয় আদন ড্রেজিং লিমিটেড। ভ্যাট-ট্যাক্সসহ ২৬ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্ধারিত সীমানা অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু তোলা হচ্ছে।

ব. ম শামীম/এআইএস