রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, রংপুর বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। কোথাও কোনো সমস্যার খোঁজ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আশা করছি বিসর্জনের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হবে এই উৎসব।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিআইজি আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ উসকানিমূলক বক্তব্য ছড়ালে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাই। যারা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা, এসপি সার্কেল (বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল) স্নেহাশীষ, বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রভাত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াত নেতা আইয়ুব আলী প্রমুখ।

রেদওয়ান মিলন/এএমকে