বাগেরহাটে অফিস ভেঙে নগদ টাকা ও কাগজপত্র চুরি
বাগেরহাট সদর উপজেলার ফুলতলা এলাকার নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে চোরেরা মাদ্রাসার প্রধান গেট ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
চোরেরা অফিসের তিনটি স্টিলের আলমিরা ও দুটি ডেস্ক ভেঙে নগদ ১২ হাজার টাকা ও বেশ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পাশাপাশি, তারা অফিসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং কিছু মালামালও চুরি করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান বলেন, ২ অক্টোবর রাতে যে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, ভোরে শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে দেখে দোতলার গেট বাইরে থেকে আটকানো। এরপর চিৎকার করলে নিচতলার শিক্ষক-শিক্ষার্থীরা উঠে এসে দেখেন, প্রধান গেট ও অফিস কক্ষের তালা ভাঙা।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার সভাপতি-সেক্রেটারিকে জানানো হয়। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবকিছু ঘনিষ্ঠভাবে পরিদর্শন করেছে। ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।
শেখ আবু তালেব/এআরবি