র্যাব-১২-এর উদ্যোগে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ পলক্ষে বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। র্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গি দমনের পাশাপাশি অসহায়, দুস্থ ও আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। র্যাব-১২ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে সব সময়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সদরের সাবগ্রামে মহাসড়কের পাশে ‘দ্য মুন লাইট কেজি অ্যান্ড হাইস্কুল’ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলার ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদের খামারকান্দি গ্রামের ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের বিষয়ে সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। র্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গি দমনের পাশাপাশি অসহায়, দুস্থ ও আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। র্যাব-১২ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে সব সময়।
বিজ্ঞাপন
এ সময় রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. জিল্লুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবু বক্কর ছিদ্দিক রেজাসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএ