কিশোরগঞ্জে হাওর উপজেলা মিঠামইনে হাওর এবং চর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মিঠামইন উপজেলা শাখার হল রুমে জাপান সরকারের অর্থায়নে ফ্যামিলি টাইস ও হাওর এবং চর উন্নয়ন ইনিস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, ফ্যামিলি টাইসের উপজেলা সমন্বয়কারী ও কমিউনিটি মোবিবলাইজাররাসহ ২৬ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশ নেন।

কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাব হ্রাস করার জন্য উদ্ভাবনী খাদ্যপদ্ধতির মাধ্যমে হাওরাঞ্চলের জনগোষ্ঠীর খাদ্য ও সুরক্ষা জোরদার করার জন্য জরুরি এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ সময় অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, অধ্যাপক জুলফিকার রহমান, অধ্যাপক ডা. এম এইছ এ রশিদ, অধ্যাপক ডা. মো. গোলজারুল আজিজ, অধ্যাপক ডা. আসাদুজ্জামান সরকার, অধ্যাপক ডা. গোলাম ফারুক, মো. রাফিউল ইসলাম প্রমুখ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এনএ