চুরির অভিযোগে ৩ তরুণের চুল কেটে দিলেন গ্রামবাসী
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন তরুণের মাথার চুল কেটে দিয়েছেন গ্রামবাসী। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। প্রায় তিন মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিন তরুণকে পাশাপাশি বসিয়ে কাঁচি দিয়ে এলোমেলোভাবে তাদের মাথার চুল কাটা হচ্ছে। আশপাশে বসে ও দাঁড়িয়ে থাকা অনেকেই এই দৃশ্য উপভোগ করছেন এবং কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মীরাকান্দা গ্রামের সৌদি প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে ৫-৭ জন যুবক কৌশলে ঢুকে পড়ে। তারা জুয়েলের স্ত্রী ও সন্তানকে কাঁচি দেখিয়ে ভয় দেখায় এবং জিম্মি করে ঘরের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পরদিন শনিবার জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রুবেল ও তার পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিজেরাই চোর ধরার চেষ্টা শুরু করেন।
বিজ্ঞাপন
সোমবার দিবাগত রাতে গাংজগদিয়া গ্রামের মোশাররফের ছেলে বরকতকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে বরকতের দেওয়া তথ্যের ভিত্তিতে সলিথা গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুল এবং ফুলসুতি গ্রামের সেলিম মাতুব্বরের ছেলে আকাশকে আটক করা হয়। তিনজনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
আরও পড়ুন
আজ মঙ্গলবার সকালে রুবেল মাতুব্বরের বাড়ির প্রাঙ্গণে গ্রামের মানুষ তাদের মাথার চুল কেটে দেন।
প্রবাসীর স্ত্রী তামান্না বেগম বলেন, ঘটনার রাতে কয়েকজন লোক ঘরে ঢুকে পড়ে। ঘুম ভেঙে গেলে তাদের দেখতে পাই। তারা কাঁচি দেখিয়ে আমার শিশু সন্তানকে হত্যার হুমকি দেয় এবং ঘরের স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল নিয়ে যায়। সন্তানের কথা ভেবে আমি তখন চিৎকার করতে পারিনি।
এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মঙ্গলবার দস্যুতার অভিযোগে রুবেল মাতুব্বর একটি মামলা করেছেন। ওই মামলায় তিন তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের চুল কেটে দেওয়ার ঘটনায় তিনি বলেন, এখানে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি ওই তরুণদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়, তাহলে সেটিও গ্রহণ করা হবে।
জহির হোসেন/এআরবি