‘নির্বাচনী দায়িত্ব পালনকালে জনগণের আস্থা অর্জনই আমাদের সফলতা’
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেছেন, জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।
মঙ্গলবার (৭ অক্টোবর) তিন দিন মেয়াদী নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রেজাউল হক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। আপনারা নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মো. হাতেম আলী, খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ ফোকাল পয়েন্ট কর্মকর্তা আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা।
এমএসএ