কেসিসির অভিযান
ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের অপসারণ-জরিমানা
নগরীতে ফুটপাত দখলমুক্তকরণ, বিলবোর্ড, অবৈধ স্থাপনা ও দোকান অপসারণে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ সময় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন খুলনা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অপসারণ কার্যক্রমে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযান চলাকালে নগরীর কে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপাত দখল করে জুতা-স্যান্ডেল বিক্রির অপরাধে মো. কালামকে ৫ হাজার এবং জোবায়ের রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খুলনা মহানগরীর কেডি ঘোষ রোড, ডাকবাংলা বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউস মোড়, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার বিভিন্ন সড়ক এবং সড়কসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারণ করা হয়েছে। এছাড়া দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএ