হান্নান মাসউদের পথসভায় যোগ দেওয়ায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী মো. রিয়াজ উদ্দিন (৩৫) স্থানীয় ৬নং ওয়ার্ডের আদর্শগ্রামের আব্দুল মন্নাস মেম্বারের ছেলে। তিনি দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে বন্দরটিলা বাজারে একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রিয়াজ উদ্দিনের ওপর সোহাগ, সমির, বাবলুসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে লাফ দেন। পরে ধানক্ষেত ও বাড়ির ভেতর দিয়ে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হান্নান মাসউদের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করায় আমাকে টার্গেট করা হয়। আমাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে নিঝুমদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. সমীর ঢাকা পোস্টকে বলেন, আমরা কেন হামলা করব। এটা মিথ্যা অপবাদ। আমরা হামলা করেছি তার প্রমাণ পেলে আমরা সব শাস্তি মাথা পেতে নেব।
হাতিয়া উপজেলার যুবশক্তির প্রতিনিধি ইউসুফ রেজা ঢাকা পোস্টকে বলেন, রিয়াজ ভাই স্বৈরাচারের শাসনামালে কারাবন্দি ছিলেন। তিনি মুক্তি পেয়ে ওমান পাড়ি জমান। দীর্ঘ ১১ বছর পর তিনি দেশে আসেন। তার ওপর এভাবে হামলা আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র নিন্দা জানাই। অপরাধীদের কোনো দল নাই। আমরা তাদের শাস্তি চাই।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে পিছিয়ে রাখতে চায়। জনগণ আমাকে এগিয়ে রাখবে ইনশাআল্লাহ। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/আরকে