বাড়িতে হামলা চালিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বাবা-মা-ভাই জখম
যশোরে পূর্বশত্রুতার জেরে চঞ্চল গাজী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া এ সময় নিহত চঞ্চলের বাবা মধু গাজীসহ (৫২) ওই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী চঞ্চল এলাকার রবিউল ইসলাম গংকে সন্দেহ করে লোক মাধ্যমে ইজিবাইকটি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে রবিউল গং। সেই ঘটনার জের ধরে চঞ্চল গাজী ও তার বাবা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী রবিউল ইসলাম (৩৫), বিল্লাল হোসেন (৪০), মো. মাহিম (২৫) ও মো. সাদ্দামের (৪৫) কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
একপর্যায়ে রবিউল ধারালো অস্ত্র নিয়ে মধু গাজীর বাড়িতে হামলা চালিয়ে প্রথমে ছেলে চঞ্চলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। চঞ্চল মাটিতে লুটিয়ে পড়ে বাধা দিতে এলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও হত্যার উদ্দেশ্যে কোপাতে শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা সটকে পড়েন। পরে গুরুতর অবস্থায় চঞ্চল মাহমুদ, তার বাবা মধু গাজী, ছোট ভাই তুহিন ও মা হাসিনা বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর জখম তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
বিজ্ঞাপন
এক সূত্র জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম, তার সহযোগী মুন্না ও বিল্লাকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিহত চঞ্চল গাজীর মরদেহ মর্গে রয়েছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আটকের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রেজওয়ান বাপ্পী/আরকে