গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের মহিলা দাখিল মাদরাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন দিনমজুর।

আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানে করে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন রাজু মিয়াসহ কয়েকজন। পথে ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি উল্টে যায়। এতে রাজু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহত আতোয়ার রহমান প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আলমগীর হোসেন বলেন, নিহত রাজু আমার চেয়ারম্যানের পাশের গ্রামের মানুষ। আত্মীয়ের বিয়েতে খেতে যাচ্ছিলেন, কিন্তু আর ফেরা হলো না। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে রাজু মিয়ার মরদেহ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

রিপন আকন্দ/আরকে