বাড়ির আঙিনায় গাঁজা চাষ!
খোকন মিয়ার বাড়ির আঙিনায় গাঁজার গাছ
নিজ বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপণ করেছিলেন কুমিল্লার হোমনা থানার দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর মো. খোকন মিয়া (২৪)। আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করবেন। কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি! বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে তার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পুলিশ দেখে পালিয়ে যান খোকন মিয়া। তিনি উপজেলার হোমনা দক্ষিণপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর খোকন মিয়া প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। খবর পেয়ে বিকেলে ১০ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রসুল এ তথ্য নিশ্চিত করে জানান, খোকন মিয়া তার বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপণ করেন। খবর পেয়ে থানার এসআই মো. শামীম সরকার একদল পুলিশ নিয়ে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএআর