টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় যমুনা নদীতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণের দায়ে একজন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রেহায় চন্দনী গ্রামের মাজম আলী শেখের ছেলে মো. মজনু (৩০)।

অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী পরিচালিত এ মোবাইল কোর্টে স্থানীয় মৎস্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভূঞাপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরিফুল ইসলাম/এমজে