চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা পুরিশের ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে একজন মারা গেছেন। তিনি বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার মিলনের গ্রুপের লোকজন থানায় একটি মারামারির মামলা দায়ের করেছিল এবং আজকে আবার মার্ডার মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে আমিনুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার সকালে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৪ জন আহত হন। তাদের মধ্যে অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মিলন নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আশিক আলী/এমএএস