কুমিল্লা কান্দিরপাড়ে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শহরের লিবার্টি মোড় থেকে টাউন হল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নগরের কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, টমচম ব্রিজ গুরুত্বপূর্ণ এলাকা। এর বাইরে নগরের বাদুরতলা, ঝাউতলা, অশোকতলায় চাইলে তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বিকেলে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই শীত মৌসুমে দোকানমালিক বা ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন কোথায় ব্যবসা পরিচালনা করবেন, এমনটা জিজ্ঞেস করলে মো. আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, নগরের কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, টমচম ব্রিজ গুরুত্বপূর্ণ এলাকা। এর বাইরে নগরের বাদুরতলা, ঝাউতলা, অশোকতলায় চাইলে তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

এনএ