রাজশাহী শিক্ষাবোর্ড
পাসের হারে তলানিতে সিরাজগঞ্জ
এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হারে রাজশাহী জেলা সবার শীর্ষে রয়েছে। আর তলানিতে রয়েছে সিরাজগঞ্জ। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের থেকে কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী জেলায় এ বছর পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে বগুড়া জেলা। এ জেলার পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। এ জেলার পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ। ৫৪ দশমিক ৬৫ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাবনা জেলা।
এছাড়া পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলা। এ জেলাগুলোর পাশের হার যথাক্রমে ৫৩ দশমিক ৬৭ শতাংশ, ৫১ দশমিক ৫৯ শতাংশ ও ৫০ দশমিক ৪১ শতাংশ। আর সবার নিচে আছে সিরাজগঞ্জ। এ জেলায় এবার পাসের হার ৪৮ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞাপন
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৮৭ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৭৪২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৪ হাজার ২৪৮ জন ছাত্র এবং ৪৩ হাজার ৪৯৪ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ এর দিক থেকেও ছাত্রীরা এগিয়ে রয়েছে। পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ পরীক্ষার্থী।
রাজশাহী শিক্ষাবোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের থেকে কমেছে। ২০২৪ সালে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ জন।
চম্পক কুমার/আরকে