ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভি পাড়ার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে আগুন লেগে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে দেওয়ান প্লাজা নামে ভবনটির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উদ্দিন আহমদ আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং আশুগঞ্জ ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে কক্ষ তল্লাশি করে ফরহাদ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, সম্ভবত রাত ৩টার দিকে আগুন লাগে। খবর দিতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের অন্যরা বেরিয়ে গেলেও বৃদ্ধ অসুস্থ থাকায় বের হতে পারেননি।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফরহাদ উদ্দিনের সঙ্গে পারিবারিক কিছু বিরোধ চলছিল। এ কারণে তারা অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ফ্ল্যাটে চারজন সদস্য ছিলেন। অগ্নিকাণ্ডের পর তার দুই ছেলে ও স্ত্রী ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেও তিনি অসুস্থতার জন্য বের হতে পারেননি।

মাজহারুল করিম/আরকে