এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের ১২টি কলেজে কেউ পাস করেনি। বিপরীতে শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠানে। যদিও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে একটিকে গ্রহণযোগ্য বলা হয়েছে। অপরটিতে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করায় শতভাগ পরিসংখ্যানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ডের দেওয়া তথ্য বিশ্লেষণে এসব বিষয় উঠে এসেছে।

শতভাগ পাস করা দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি বরিশাল ক্যাডেট কলেজ, আরেকটি পটুয়াখালীর একটি কলেজ। ক্যাডেট কলেজে এ বছর ৫৪ জন পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয়েছে। পটুয়াখালীর ওই কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনি পাস করেছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, মূলত শতভাগ পাস করেছে বরিশাল ক্যাডেট কলেজে। পটুয়াখালীর যে কলেজটিতে শতভাগ দেখাচ্ছে সেখানে একজন শিক্ষার্থী অংশ নিয়েছেন বিধায় আমরা সেটিকে বিবেচনা করছি না।

এছাড়া ৫০ শতাংশের ওপরে পাস করেছে ১৯৭টি কলেজে, ২০ থেকে ৫০ শতাংশ পাস করেছে ১২৪টি কলেজে।

এছাড়া শতভাগ ফেল করেছে যে ১২টি প্রতিষ্ঠানের মধ্যে বরিশাল কমার্স কলেজ থেকে ৬ জন, মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন, বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

বরগুনা জেলার বামনা উপজেলার সরকারি সারওয়ারজান পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও পাস করেনি।

ভোলা সদররের মেদুয়া কলেজ থেকে একজন, ভোলার ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ৩ জন, ভোলার লালমোহন উপজেলার বালুরচর দালাল বাজার স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন, বোরহান উদ্দিন উপজেলার দেউলা তালুকদার বাড়ি হাই স্কুল এন্ড কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

ঝালকাঠির নলছিটি উপজেলার আব্দুস সালাম কলেজ থেকে ৪ জন, নলছিটির রানাপাশা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি, পটুয়াখালীর দুমকি নাসিমা-কেয়ামত আলী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তাদের আমরা দ্রুত নোটিশ দিয়ে ডাকব। কি কারণে তাদের প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তা খতিয়ে দেখা হবে। কোনো প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.৫৭ শতাংশ। বরিশার বোর্ডে ২০২৪ সালে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন। বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

আরকে