সাত তলা ভবনে কাজের সময় মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে নির্মাণাধীন সাত তলা ভবনে কাজের সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫) ও বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫)। তারা দুজনে নির্মাণ শ্রমিক ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।
এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের স্বজনেরা মৃত্যুর কাগজপত্র থানায় দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
শাহিনুল আশিক/আরএআর