হুইলচেয়ারে অভিনয় করে জামিন চাইলো আসামি, সিসিটিভিতে ফাঁস হলো প্রতারণা
রংপুরে একটি অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু হুইলচেয়ারে বসে অসুস্থতার অভিনয় করে জামিন চাইলে তা ধরা পড়ে আদালতের সিসিটিভি ফুটেজে। পরে বিচারক প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে। বিচারক ফজলে খোদা মো. নাজির জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
রংপুর জেলা জজ আদালতের পুলিশ ইনচার্জ (কোর্ট ইন্সপেক্টর) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন বাবু রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি। ৬৫ বছর বয়সী বাবু মেসার্স মাল্টিট্রেড ইন্টারন্যাশনাল আর্মস ডিলারের পরিচালক এবং রংপুর নগরীর মুলাটোল এলাকার বাসিন্দা। তিনি এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
বিজ্ঞাপন
জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী, গত ১২ অক্টোবর তিনি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত ১৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।
শুনানির দিনে আনোয়ার হোসেন বাবু আদালতে উপস্থিত হয়ে অসুস্থতার অজুহাতে হুইলচেয়ারে বসে প্রবেশ করেন। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি নিচতলা থেকে হেঁটে আদালতের ওপরতলায় ওঠেন এবং কক্ষে প্রবেশের আগে হুইলচেয়ারে বসেন।
বিচারক ফজলে খোদা মো. নাজির সিসিটিভি মনিটরের ফুটেজ পর্যালোচনা করে মন্তব্য করেন, আসামি ইচ্ছাকৃতভাবে অসুস্থতার অভিনয় করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এটি প্রতারণা। ফলে তিনি তার জামিন আবেদন খারিজ করে দেন।
আরও পড়ুন
রংপুর জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু সুস্থ অবস্থায় হেঁটে আদালতে এসে, কক্ষে ঢোকার সময় হুইলচেয়ার ব্যবহার করে জামিন চেয়েছিলেন। বিচারকের নজরে বিষয়টি এলে তিনি জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, এখন আদালতের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ সিসিটিভি মনিটরের আওতায়। কেউ প্রতারণার আশ্রয় নিয়ে আদালতকে বিভ্রান্ত করতে পারবে না।
ফরহাদুজ্জামান ফারুক/এআরবি