পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করলেন সেনাপ্রধান
একচল্লিশ বছরের পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ডলফিন হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন।
বিজ্ঞাপন
এ সময় হেলিকপ্টার থেকে নেমে বিমানবন্দরটি পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে বিমানবন্দরের পাশেই অবস্থিত সেনা ক্যাম্পের হলরুমে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য সেনাকর্মকর্তারা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে সেনাপ্রধান একই হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর শাহাদাত জানান, আমাদের মিডিয়া কভারেজের জন্য অনুমতি নেই। তাই সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। একইসাথে সেনাপ্রধান স্যার মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না। তবে কী কারণে তিনি এসেছিলেন, তাও জানাননি তিনি।
বিজ্ঞাপন
রেদওয়ান মিলন/এআইএস