রেললাইনে ফাটল, লাল চাদর উঁচিয়ে ট্রেন থামালেন নারী
ফাটা রেললাইন
রেললাইনের এক পাশে বসে রোদ পোহাচ্ছিলেন কয়েকজন নারী। ট্রেনের হর্নে তারা সেখান থেকে ওঠার সময় হঠাৎ তাদের চোখে পড়ে রেললাইনের একটি ফাটল। এতে দুর্ঘটনার আশঙ্কা পেয়ে বসে তাদের মনে। কিন্তু ট্রেন থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তারা। হঠাৎ একজন সঙ্গে থাকা লাল চাদর উঁচিয়ে ধরলেন, সংকেত দিলেন ট্রেন থামানোর। আর তাতে ট্রেনও থামান চালক।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ফাটল দেখে তা মেরামত করেন। এতে দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা হাজেরা বেগম জানান, তারা কয়েকজন মিলে শীতের সকালে রোদ পোহানোর জন্য বসেছিলেন। এমন সময় তারা ময়মনসিংহ-ঢাকা রেললাইনের একটি অংশে ফাটল দেখতে পেয়ে নিজেরাই উদ্যোগী হয়ে চলন্ত ট্রেনটিকে থামানোর জন্য সংকেত দেন।
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী কবির হোসেন রানা জানান, তারা ফাটলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং অস্থায়ীভাবে ফিশপ্লেটের মাঝের ফাটল ধরা লোহার পাতটি পরিবর্তন করে দেন।
বিজ্ঞাপন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরএআর