ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ
ফাইল ফটো
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইট বিএস-৩১০ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ পর ৬টা ১৯ মিনিটে মালদ্বীপের মালে থেকে ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইট বিএস-৩৩৮ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। দুটি ফ্লাইটে ২২৮ জন যাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকায় অগ্নিকাণ্ডের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে আকাশে অবস্থানরত দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে নিরাপত্তার স্বার্থে সিলেটের আকাশপথে নামার নির্দেশ দেওয়া হয়। সিলেটে ফ্লাইট দুটি নিরাপদে অবতরণের পর যাত্রীদের বিমানবন্দরে নামিয়ে আনা হয়। ফ্লাইটের ক্রু ও যাত্রীরা সবাই সুস্থ আছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা করেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার কারণে সিঙ্গাপুর ও মালে থেকে যাত্রা করা ইউএস বাংলার ঢাকাগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে ডাইভার্ট করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৩ মিনিট ও ৬টা ১৯ মিনিটের সময় এসব ফ্লাইট সিলেটে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের সবাই সুস্থ ও নিরাপদে আছেন।
বিজ্ঞাপন
রনি/এমএএস