ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল রোজারিও সাভারের বিরুলিয়া ইউনিয়ন এলাকার কমলাপুর গ্রামের মৃত সন্তোষ রোজারিওর ছেলে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরে। এ সময় সে বাসায় গিয়ে দেখে তার মা বাড়িতে তালা দিয়ে অন্য বাসায় গিয়েছে। সেসময় ঘরের তালার চাবি একটি চায়ের দোকানে থেকে নিয়ে ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হয়।

লোটন আচার্য্য/আরকে