রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে চমক দেখিয়েছেন সিরাজগঞ্জ জেলার পাঁচ কৃতি শিক্ষার্থী। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা বিভিন্ন পদে বিজয় অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। এর মধ্যে তিনজন শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জায়িদ হাসান জোহা কেন্দ্রীয় সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সর্বাধিক ৯৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের আব্দুল্লাহ আল কাফী পেয়েছেন ৩০৬১ ভোট। জোহা ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।

একই উপজেলার পাচঁলিয়া গ্রামের ২০২০-২১ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের আহমেদ ৭২৭ ভোট পেয়ে মাদার বখ্শ হল সংসদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মনোহারা গ্রামের জায়েদ হাসান নবাব আব্দুল লতিফ হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী।

জেলার তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মতিউর রহমান সিরাজী মতিহার হল সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মো. ইসমাইল হোসেন মতিহার হল সংসদের কার্যনির্বাহী সদস্য হিসেবে ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

জায়িদ হাসান জোহা ঢাকা পোস্টকে বলেন, নির্বাচিত হয়ে যেমন আনন্দিত, একইভাবে পদের দায়বদ্ধতার কথা চিন্তা করে অনেকাংশেই ভীত। তবে আমি আশা করি শিক্ষার্থীরা নির্বাচনের সময় যেভাবে আমার পাশে ছিলেন, আমার পুরো দায়িত্বকাল জুড়েই আমাকে সহযোগিতা করে যাবেন। নিজস্ব সংস্কৃতির চর্চার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চাই।

মতিউর রহমান সিরাজী বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মতিহার হলের সবার পরামর্শ ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই, ইনশাআল্লাহ।

সিরাজগঞ্জের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের সময় আমরা যখন প্রচারণায় ব্যস্ত ছিলাম, তখন আমাদের জেলার মানুষ যেন আরও বেশি উচ্ছ্বসিত ছিলেন। তারা আমাদের জন্য দোয়া করেছেন, উৎসাহ দিয়েছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আমাদের পাশে থেকেছেন। নিজ জেলার মানুষের ভালোবাসা ও প্রত্যাশাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি।

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রভাষক মো. আলামিন হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের সিরাজগঞ্জ জেলার পাচঁজনের মধ্যে তিনজন শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার। এটি আমাদের জন্য গর্বের। তারা রাকসুতে অংশগ্রহণ করেছে, আবার বিজয়ী হয়েছে। এই অনুভূতি অন্যরকম। সিরাজগঞ্জের শিক্ষার্থীরা সব জায়গায় চমক দেখাবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এটি আমাদের চাওয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নাজমুল হাসান/আরকে