মোটরসাইকেল কিনতে গিয়ে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, আরেক জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তারা দুজনই মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে যাচ্ছিলেন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে।

নিহতরা হলেন- সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী আজিজুর রহমান পাভেল (৪০) ও সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

পাভেলের স্বজনরা জানান, প্রবাসী সইবুর রহমান গত ৬ অক্টোবর দেশে ফিরেছেন। মোটরসাইকেল কেনার জন্য তারা একসঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হয়ে সিটিহাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন।

শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মোটরসাইকেলে করে তারা রাজশাহীতে আসছিলেন। সিটিহাট এলাকায় যানজট থাকায় তারা উল্টো দিকে (রং সাইডে) ঢুকে পড়েন। এ সময় রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাভেল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে সইবুর রহমানের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বাসের চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শাহিনুল আশিক/এআরবি