দৌলতদিয়ায় ফেরিতে ইলিশ বিক্রি, দুইজনের কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে ইলিশ বিক্রির সময় দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য জানান দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়া এলাকার মৃত জয়নাল শেখের ছেলে সোবাহান শেখ (৪২) ও মো. দুলাল শেখের ছেলে মো. দবির শেখ (২৭)।
বিজ্ঞাপন
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় শাহপরান ফেরি থেকে ইলিশ বিক্রির সময় হাতেনাতে দুই বিক্রেতাকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর
বিজ্ঞাপন