বরফ কলের পাইপ লিকেজে বিষাক্ত গ্যাস নিঃসারণ, অসুস্থ ২০
পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কনডেন্সার পাইপ লিকেজ থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়ে। যাদের মধ্যে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের একটি কনডেন্সার পাইপ লিকেজ হয়। এতে মুহূর্তেই ওই এলাকায় তীব্র গন্ধের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে এবং বরফ কলের আশপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফ কলের মধ্যে থাকায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গাজী আইস প্ল্যান্টের পরিচালক রাশেদুল ইসলাম রক্তিম বলেন, এটি একটি দুর্ঘটনা। তবে বরফ কলের পাশে কিছু জেলেরা থাকায়, তারা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। এতে প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এলাকার মানুষ সতর্কতা অবলম্বন করায় কেউ অসুস্থ হয়নি। তবে যারা অসুস্থ আছে তারাও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।
বিজ্ঞাপন
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।
এসএম আলমাস/আরকে