মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ আরও ২৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মুজিবনগর সীমান্তের ১৫৫ নম্বর মেইন পিলারের স্বাধীনতা সড়কে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারসহ বিজিবির ৯ সদস্যের একটি দল এবং ভারতের হৃদয়পুর কোম্পানি কমান্ডার অনিল কুমার যাদবসহ বিএসএফের ৯ সদস্যের একটি দল উপস্থিত ছিল।

মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, মুজিবনগর বিওপির সীমান্ত এলাকার ১৫৫ নম্বর মেইন পিলার স্বাধীনতা সড়কে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ১৭ জন নারী, ১১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা জীবিকার তাগিদে বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। হস্তান্তরকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা নিশ্চিত করে মুজিবনগর থানায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মুজিবনগর বিজিবি কর্তৃক নারী, পুরুষ ও শিশুসহ ২৯ জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জন এবং কাজিপুর সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গ, নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জন—মোট ৬০ জনকে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক বিজিবির নিকট হস্তান্তর করা হয়। ফলে পতাকা বৈঠকের মাধ্যমে এক দিনেই মোট ৮৯ জন বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তরিকুল ইসলাম/এএমকে