মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিখন মাহমুদ (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কংসপুরা পূর্বপাড়ার বাসিন্দা মিখন মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার বসিয়ে মাটি কেটে আসছিলেন।
শনিবার দুপুরে কংসপুরা গ্রামের উত্তরপাড়ার কয়েকজন ব্যক্তি ওই স্থানে চায়না প্লাস্টিকের তৈরি “চাই” (মাছ ধরার ফাঁদ) বসিয়ে মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তরপাড়ার কয়েকজন ব্যক্তি মিখন মাহমুদকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার পর উভয় পক্ষের লোকজন টেটা ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মুখোমুখি অবস্থান নেয়, এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু বকর ছিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
ব. ম শামীম/আরকে