নোয়াখালীতে আরও ১০৪ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৬৭ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ২৩ দশমিক ৪২ ভাগ। এ সময় গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২৯।
রোববার (২০ জুন) রাত ১১টা ২০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৪৪টি নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৫১ জন, বেগমগঞ্জের ২৩ জন, হাতিয়ার ১ জন, সোনাইমুড়ীর ৩ জন, চাটখিলের ৩ জন, সেনবাগের ৩ জন, কোম্পানীগঞ্জের ৯ জন ও কবিরহাটের ১১ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৬৭ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৯০৩ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৩৬৪ জন।
বিজ্ঞাপন
রোববার তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। যার মধ্যে সদরের ২৪ জন আর বিভিন্ন উপজেলার ১০৫ জন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে ওই কমিটি। দুই দফায় ১৩ দিনের লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়াতে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২৫ জুন পর্যন্ত করা হয়েছে।
হাসিব আল আমিন/এইচকে