চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আনতে গিয়ে সোহলে রানা নামের এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। 

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে দিয়ে ভারতে গিয়ে নিখোঁজ হোন তিনি। তবে বিজিবি জানিয়েছে, বিএসএফ যুবক নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছে।

নিখোঁজ যুবক সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুরের মইনুল ইসলামের ছেলে। 

দুর্লভপুর ইউনিয়নির ইউপি সদস্য আব্দুল গফর আলী জানান, এলাকার লোকজনের মাধ্যমে জানতে পেরেছি সোহেল রানাসহ কয়েকজন গত রোববার রাতে ভারতে যান গরু আনতে। বাকিরা ফিরলেও সোহেল রানা ফিরে আসেননি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশরারুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করেছে। তাই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়া বিভিন্ন মাধ্যমে নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও বিষয়টি নিয়ে কিছু বলছে না। তাই সব মিলিয়ে বিষয়টি গুজব বলে মনে হচ্ছে বলেও জানান তিনি।

মো. আশিক আলী/এমএন