ঠাকুরগাঁও শহরের রোড আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত নিবন্ধন নবায়ন না করা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও হোটেল সিলগালা করে দিয়েছে প্রশাসন।

জানা যায়, দেড় মাস আগে সদর উপজেলার সালন্দর মাদরাসা পাড়া এলাকায় অবস্থিত ‘আয়শা সিদ্দিকা’ বালিকা মাদরাসার তিন ছাত্রী মধ্যরাতে মাদরাসা থেকে পালিয়ে ওই হোটেলে ওঠেন। হোটেলে কয়েক ঘণ্টা অবস্থান করার পর সেখানকার লোকজনের সহায়তায় তারা ভোর রাতে হোটেল থেকে বের হয়ে যান। এরপর থেকেই ওই তিন ছাত্রী নিখোঁজ। তবে হোটেলে ওঠা ওই তিন ছাত্রীর নাম-ঠিকানা কোনোকিছুই তাদের রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে রাখেননি তারা। শুধু ও ছাত্রীরাই নন, যে কেউ আসলেও তাদের নাম-ঠিকানা রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করে না বলে অভিযোগ ওঠে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ প্রসঙ্গে ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলের মালিক রাকিব হাসান বলেন, লাইসেন্স করার জন্য আমি আবেদন করেছিলাম। কিন্তু এখনো লাইসেন্স পাইনি। আর হোটেল ম্যানেজারের অবহেলা রয়েছে অনেক।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগ ঢাকা পোস্টকে বলেন, আগে থেকেই আমাদের কাছে অভিযোগ ছিল এ হোটেলের ব্যবস্থাপনার বিরুদ্ধে। গতকাল সোমবার ঢাকা পোস্টে এই হোটেল নিয়ে একটি প্রতিবেদন আমাদের প্রশাসনের নজরে পড়ে। তাই আজ এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে অনিয়ম ও অব্যবস্থাপনার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। এমনকি আবাসিক হোটেলটির লাইসেন্সও নেই। তাই ৫০ হাজার টাকা নগদ অর্থ দণ্ড ও সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

রেদওয়ান মিলন/এমএএস