নিখোঁজের চার দিন পর চাঁদপুরের হাইমচরে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামে এক ইজি বাইক (অটো) চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৭ অক্টোবর সোমবার ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, দুলাল কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি উপজেলা পরিষদের কাছেই। গত ২৭ অক্টোবর ফজরের নামাজ পড়তে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে তারা থানায় গিয়ে বিষয়টি জানান। পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পারে, তিনি হাইমচর এলাকায় অবস্থান করছিলেন। পরিবারকে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছিল, তবে তারা কোনো জিডি করেননি। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন দুলাল মেলকার। গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। চার দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ জামে মসজিদ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ইমাম, আনসার সদস্য ও স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাদে দুলালের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, দুলালের কোনো শত্রু ছিল না। তিনি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সবার সঙ্গে হাসিখুশি আচরণ করতেন।

স্ত্রী তামান্না বেগম জানান, তার স্বামীর কারও সঙ্গে শত্রুতা ছিল না। তিনি স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করতেন এবং অটো চালিয়ে সংসার চালাতেন।

এ বিষয়ে হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তদন্তের স্বার্থে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারুল হক/এআরবি