খুলনায় একটি হোটেলে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে চার কর্মচারীকে আহত করেছে। শনিবার (১ নভেম্বর) রাতে মহানগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত লাভলু হোটেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আইয়ুব, মধু, সজল ও টুটুল। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাভলু হোটেলের কর্মচারী মো. সাইফুল ইসলাম বলেন, দুপুরে দুই যুবক খাওয়ার জন্য হোটেলে আসে। তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের সঙ্গে কয়েকজন কর্মচারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। হোটেল ম্যানেজার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ওই যুবকরা তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে বেরিয়ে যায়।

পরে মাগরিবের নামাজের পর ১৫-২০ জন যুবক দলবদ্ধভাবে হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই হোটেলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মোহাম্মদ মিলন/এআরবি