মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত তুহিন ওই গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দুপক্ষের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর থেকেই বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, ফলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে বাড়ি ফেরার পথে তুহিনকে লক্ষ্য করে মুন্সীকান্দি গ্রামের বিএনপি নেতা উজির আলীর অনুসারী লিটন বেপারী পেছন থেকে গুলি চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

গুলিটি তুহিনের গলার পেছনে লাগে। লির শব্দ ও তুহিনের চিৎকারে গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করে করে রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুহিনের মা লাকী বেগম আহাজারি করে বলেন, লিটন বেপারী আমার নিষ্পাপ ছেলেকে গুলি কইরা মাইরা লাইছে। আমি তার ফাঁসি চাই।

এ ঘটনার পর পর অভিযুক্ত লিটন বেপারী পালিয়ে গেছে। 

বিএনপি নেতা উজির আলী বলেন, আমি ঢাকায় থাকি। গ্রামে কি হয়েছে তা আমার জানা নেই। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

সদর থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমএসএ