কুয়াকাটায় রাস পূজা ও মেলা শুরু, আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী রাস পূজা ও মেলা শুরু হয়েছে। ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ- এ বিশ্বাসে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা। সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে এ পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজা অর্চনা, সংগীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। এ উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকেই কুয়াকাটা সৈকতে আসতে শুরু করেন পুন্যার্থীরা। বুধবার ভোরে গঙ্গাস্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাস মেলা চলবে ৫ দিন। তাই মন্দির প্রাঙ্গণে বসেছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান।
বিজ্ঞাপন
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোতালেব শরীফ বলেন, রাস মেলা উপলক্ষ্যে প্রতি বছরই কুয়াকাটায় পর্যটকদের ভিড় থাকে। এ বছরও আমরা তেমনটাই আশা করছি। ইতোমধ্যে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটার সকল হোটেল এবং রিসোর্টগুলো। তবে অধিকাংশ হোটেলগুলোই বুকিং হয়ে গেছে। মেলা উপলক্ষ্যে পর্যটকরা আজ থেকে আসতে শুরু করেছেন।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল বলেন, আমাদের মেলা এবং পূজা উপলক্ষ্যে দোকানপাট ও মণ্ডপ প্রস্তুত হয়ে গেছে। ইতোমধ্যে পুন্যার্থীরা আসতে শুরু করেছেন। আশা করছি এ বছর জমজমাট মেলা আয়োজিত হবে।
বিজ্ঞাপন
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদনে বাড়তি জোগান দেয় এই রাস উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এখানে দোকানিদের সংখ্যা বাড়ে, পর্যটক বাড়ে লোকাল সমাগম বাড়ে। এক কথায় পুরো সমুদ্র সৈকত এলাকায় থমথমে পরিবেশে তৈরি হয়। তাই আমরা নিরাপত্তা জোরদার করার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে থাকি। থানা পুলিশ, নৌপুলিশ উপজেলা প্রশাসনসহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি আমরা এ বছরও সুষ্ঠু এবং সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রাস মেলা উপলক্ষ্যে জেলায় মিটিং হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মিটিং করা হয়েছে। গতকাল আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং করেছি। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যারা পুন্যার্থী আসবেন তাদের জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছি।
এসএম আলমাস/আরএআর