পিরোজপুরের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আবু সাঈদকে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আবু সাঈদ এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন থেকে জানা যায়, সরকার সম্প্রতি দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। যেখানে পিরোজপুর জেলার নতুন ডিসি হিসেবে আবু সাঈদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
বিজ্ঞাপন
এর পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি এখানে ডিসি হিসেবে দায়িত্ব পালনের পর থেকে ডিসি কার্যালয়সহ উপজেলার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন। সম্প্রতি তিনি পিরোজপুর শহরের মধ্য থেকে বয়ে যাওয়া ভারানি খাল খননে উদ্যোগ নেন। যার ফলে মৃতপ্রায় খালটি প্রাণ ফিরে পায়। এ ছাড়া, তিনি পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, বেকুটিয়া সেতুর নিচসহ বেশ কিছু জায়গায় সাজসজ্জার কাজ করেন। পাশাপাশি পিরোজপুর শহরে একটি প্রবীণ পার্ক ও একটি সিগনেচার সড়ক নির্মাণে ভূমিকা রাখেন।
শাফিউল মিল্লাত/এএমকে