নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ইউপি চেয়ারম্যানসহ তিনজন কারাগারে
নীলফামারীর ডোমারে সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলার হরিণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা (৪৮), সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী (৫০) ও ডোমার সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর রহমান।
জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রফিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ডোমার থেকে চিলাহাটির দিকে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় সাবেক এমপিসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন রফিকুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার তিন ব্যক্তি আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, তিনজন আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
আরএআর