বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জায়গা-জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ভুট্রু ইসলাম (৫০)। তিনি কৃত্তনিয়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত যুবক স্বাধীন (১৮) একই গ্রামের আবু সাঈদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ভুট্রু ইসলাম গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় প্রতিপক্ষের স্বাধীন নামের এক যুবকও আহত হন এবং বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আব্দুল মোমিন/এমএন