ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক
যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার কারণে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে দুই ঘণ্টা পর ট্রেন যোগাযোগ চালু হয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর ইঞ্জিন বদল করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন লেগে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বতর্মানে বিকল ইঞ্জিনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে রাখা আছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর
বিজ্ঞাপন