ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন, স্বল্প সময় বন্ধ হয় ট্রেন চলাচল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
বিজ্ঞাপন
রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই, তবে এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মাজহারুল করিম অভি/এমটিআই