সংবাদ সম্মেলনে পুলিশ সুপার
নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ বোমা তৈরি করতে তিন যুবককে নিয়ে এসেছিলেন
নাশকতার উদ্দেশ্যে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর গানম্যান ও যুবলীগ কর্মী ভাঙ্গার সূর্যনগর গ্রামের বাসিন্দা মুরাদ খান বোমা তৈরির জন্য ওই তিন যুবককে ঢাকার মিরপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা নিয়ে এসেছিলেন। মুরাদের নির্দেশে তারা তিনজন পেট্রোল বোমা তৈরি করছিল।
ফরিদপুরের ভাঙ্গায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। বুধবার রাত পৌনে ৮টার দিকে বোমা, পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিন যুবকের বিষয়ে ভাঙ্গা থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ১৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় তিন দুর্বৃত্তকে গোপন সংবাদের ভিত্তিতে বোমা তৈরি করা অবস্থায় হাতেনাতে ধরেছে ভাঙ্গা থানার পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৯টি তৈরি করা পেট্রোল বোমা, পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম হিসেবে ১৭টি প্রাণ জুসের খালি কাঁচের বোতল, ২৮টি পেপসির খালি কাঁচের বোতল, দুটি সেভেন আপের খালি কাঁচের বোতল, একটি কোকাকোলার খালি কাঁচের বোতল, ৭টি লাল রঙের স্কচ টেপ, ৩টি কালো রঙের স্কচ টেপ, ৮টি সাদা রঙের স্কচ টেপ, ১২টি টিনের তৈরি সুরভী জর্দার কৌটা, ২৪৫টি বিভিন্ন কোম্পানির ভরা দিয়াশলাই বক্স, ২১টি বিভিন্ন আকৃতির সুতার কয়েল, ৪ পাতা গানপাউডার, ৬০ গ্রাম বিভিন্ন দিয়াশলাইয়ের বারুদের চূর্ণ, ১ কেজি সাদা রঙের পাথরের চুন, ২ লিটার পেট্রোল, একটি লাল ও সাদা বর্ণের প্লাস্টিকের হাতলসহ স্টিলের বডির চাকু এবং ৩০ গ্রাম দিয়াশলাই বক্সের কাগজসহ বারুদের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিরা ফরিদপুর জেলার বাসিন্দা নয়। তারা ঢাকার মিরপুরে থাকে। তাদের কোনো পেশা নেই। নাশকতার উদ্দেশ্যে তাদেরকে যুবলীগ কর্মী ও নিক্সনের গানম্যান মুরাদ এখানে এনেছে বলে তারা স্বীকার করেছে। মুরাদ এই আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর গানম্যান ছিল। মুরাদের নির্দেশে তারা তিনজন পেট্রোল বোমা তৈরি করছিল।
আটকরা হলেন, ঢাকার মিরপুরের মো. হোসেন রাজ (২২), চাঁদপুরের মতলব উপজেলার আহাম্মদুল রশিদ ওরফে রাকিব (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জুয়েল রানা (২৫)।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মদদে সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মামলা দায়ের করাসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নির্দেশদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মাহমুদ, ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপপরিদর্শক আফজাল হোসেন, মো. মোশারফ হোসেন, সাকরাতুল প্রমুখ।
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২টার দিক থেকে বিকেল সোয়া ৩টার দিক পর্যন্ত ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ ওই তিন যুবককে আটক করে।
জহির হোসেন/এমএএস