ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোবহান মিয়া (৭৫), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী (৬১) ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত আলী (৪৬)কে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে পুরাপাড়া ইউনিয়নের পুরাপাড়া বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোবহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই বাজার থেকে গ্রেপ্তার করা হয় ইউনুস আলীকে (৬১)। অপরদিকে নগরকান্দা বাজার এলাকার ছাগলদী বাসস্ট্যান্ড এলাকা রাত ৮টায় লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য জানিয়ে পুরাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম খান বলেন, নগরকান্দা থানা পুলিশ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের ওই তিন নেতাকে ভাঙ্গা থানার একটি হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপরদিকে ফরিদপুরের সদরপুরে সাবেক জেলা পরিষদ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিভিন্ন সময়ে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি এলাকার বাসিন্দা সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), একই ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শেখ সজীব (২৪), শেখ পলাশ (৪৭) ও ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের সোহরাব বেপারী (৫৫)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পরিষদের সাবেক সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জহির হোসেন/এসএসএইচ