সড়ক বিভাজকের কাটা গাছের জায়গায় বকুল চারা রোপণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকায় সড়ক বিভাজকে কেটে ফেলা গাছগুলোর জায়গায় নতুন করে বকুল গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ৬৪টি বকুল গাছের চারা রোপণ করা হয়। সওজের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে এসব চারা লাগান।
সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে ৬৪টি বকুল গাছের চারা রোপণ করেছেন। যিনি এসব গাছ কেটেছিলেন, তাকে আইনের আওতায় আনা হয়েছে। তবে মহাসড়কের বিভাজকের গাছ দেখভালের জন্য আলাদা লোকবল নেই, বর্তমানে এসব গাছের পরিচর্যা করছেন সওজের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ শ্রমিকরা।
বিজ্ঞাপন
কুমিল্লার উদ্ভিদপ্রেমী ও চিকিৎসক আবু নাঈম বলেন, বকুল খুবই কষ্টসহিষ্ণু গাছ। ইচ্ছাকৃতভাবে না কাটলে বা উপড়ে না ফেললে এ গাছ সহজে মরে না। মহাসড়কের বিভাজকে লাগানো বকুল গাছ চালকদের জন্য উপকারী ও দীর্ঘস্থায়ী। কারণ, আঁকাবাঁকা মহাসড়কে বিপরীত দিকের আলো চোখে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে-বকুল গাছ সেই ঝুঁকি অনেকটা কমায়।
প্রসঙ্গত, গত সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে বিভাজকের ওপর থাকা অর্ধশতাধিক বকুল গাছ কেটে ফেলেন আজমিরি হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনার সংবাদ সব গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। পরে গত শনিবার (১৫ নভেম্বর) সওজ অভিযুক্ত আজমিরি হোসেনকে দায়ী করে মামলা করে। রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাছ কেটে ফেলা অংশে সোমবার আবার নতুন চারা রোপণ করে সওজ।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এআরবি