ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ১৭ বছর হিন্দুদের ভোট দখল করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর যখন ভোটের প্রয়োজন হয় নাই, তখন এই শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছে এবং দেশছাড়া করেছে। সেই জায়গা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি মা বোনদের উদ্দেশ্যে বলব, ভাইদের উদ্দেশে বলব— এখন ফ্যাসিবাদের দিন শেষ। আগামীর দিন হবে বাংলাদেশের জনগণের।  আগামীর দিন হবে আমাদের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা। তাই নিশ্চিন্তে থাকবেন।

সোমবার (২৪ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের  নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে নিপুন রায় বলেন, আপনাদের দায়িত্ব আমরা নিপুন রায় চৌধুরীরা গ্রহণ করলাম। আপনাদের নিরাপত্তা ও নিশ্চয়তা আমরা গ্রহণ করলাম। আমার হিন্দু সম্প্রদায়ের মা-বোনেরা, আপনারা দলে দলে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দেবেন। এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকার আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসাথে ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করব এবং নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। 

তিনি বলেন, ভগবানকে সাক্ষী রেখে বলছি, মহান আল্লাহ তায়ালার প্রতি সাক্ষী রেখে বলছি, বিজয় আমাদের সন্নিকটে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেন, বিগত সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, দুর্গাপূজাসহ হিন্দুদের সকল ধর্মীয় উৎসবে আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন। আগামীতেও কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তবে তা কঠোর হাতে দমন করা হবে। এই এলাকা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।।

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরএআর