ভিডিও কনফারেন্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের যত অর্জন, এই আওয়ামী লীগের আমলেই এসেছে। এই অর্জনের পেছনে একমাত্র প্রেরণা ছিল জাতির জনক ও তাঁর কন্যা। মানুষের বড় একটি চাহিদার মধ্যে ছিল আবাসন। আর এই মুজিববর্ষে গৃহহীনদের সেই আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে আমাদের সকল স্থানে নারীদের জয়জয়কার অবস্থা। 

বুধবার (২৩ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী আরও বলেন , শত প্রতিকূলতা মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দেশে কেউ না খেয়ে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। বরং মানুষ এখন উন্নত জীবনমানের চিন্তায় বিভোর। কাজেই আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাধা গৌবিন্দ ঘোপের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু এবং দফতর সম্পাদক ইমরান হোসেন সেলিমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইউছুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জুল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

শরীফুল ইসলাম/আরএআর