বিদায়ী ডিসির ঘাটতি পূরণে হাজির হলেন নবাগত ডিসি
এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে মাঝে মধ্যেই নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে যেতেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিদায়ের আগের দিন সোমবার শিশুদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে যান তিনি। এ সময় শিশুরা জেলা প্রশাসককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। অশ্রুসিক্ত হয়ে পড়েন জেলা প্রশাসক শাহরিয়াজও।
গণমাধ্যমে এমন খবর দেখে যোগদানের পরদিন বুধবার দুপুরে দিঘাপতিয়ার ওই শিশু সদনে হাজির হন নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় তিনি এতিম শিশুদের জন্য মিষ্টি ও চিপস নিয়ে যান। নতুন এ জেলা প্রশাসককে দেখে ওই প্রতিষ্ঠানের সবাই অবাক হয়ে যান।
বিজ্ঞাপন
নবাগত জেলা প্রশাসক শিশুদের সঙ্গে দীর্ঘক্ষণ সেখানে সময় কাটান এবং তিনি সবাইকে আশ্বস্ত করেন পূর্বের জেলা প্রশাসকের মতো তিনিই তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন।
নতুন অভিভাবক পেয়ে খুশিতে মেতে উঠে এতিম শিশুরাও। তারা মন খুলে জানিয়েছে তাদের কথা।
বিজ্ঞাপন
এসময় জেলা প্রশাসকের সঙ্গী হয়েছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, এনডিসিসহ শিশু সদন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এখানকার অনেক শিশুর বাবা-মা নেই। বাবা-মা না থাকার কষ্ট আমি বুঝি। খুব চেষ্টা করব মাঝে মাঝে তাদের সঙ্গে সময় কাটাতে। তারা যেন প্রকৃত মানুষ ও সুনাগরিক হয়ে, দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে সেদিকে নজর রাখব।
তাপস কুমার/এমএএস