কুড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের গোবাড় মোড় এলাকায় ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দলটির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, বিএনপি নেতা মতলেবুর রহমান, জাহিদ হোসেন, আতাউর রহমান, মশিউর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, আব্দুল খালেক শুধু শক্তিশালী সংগঠক নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী এবং বিএনপির প্রতিকূল সময়ে তৃণমূল সংগঠনকে ধরে রেখেছেন।
তারা আরও বলেন, ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হবে এবং নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দেওয়া জনগণের রায়ের প্রতি অবহেলা হবে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় নেতাদের প্রতি বক্তারা অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার আহ্বান জানান। পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী হিসেবে তাজভীরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
মমিনুল ইসলাম বাবু/আরএআর