কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পঞ্চদশবারের মতো দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। অভিযানে প্রায় ১ হাজার ৮৫০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিয়ে আসা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এই কার্যক্রম শেষ হয়। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এতে স্থানীয় লোকজন, বিভিন্ন পেশাজীবী, স্কুল–মাদ্রাসার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

কেওক্রাডং বাংলাদেশের সমন্বয়কারী মুনতাসির মামুন বলেন, দুই দিন ধরে দ্বীপের অলিগলি ও সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, প্যাকেটসহ অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ আলম বলেন, কেওক্রাডং ১৫ বছর ধরে সেন্ট মার্টিনকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। সবাই নিজ নিজ জায়গা থেকে যুক্ত হলে দ্বীপের পরিবেশ আরও সুরক্ষিত হবে।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, প্রতিবছর সংগঠনের এই উদ্যোগ দ্বীপের জন্য অত্যন্ত উপকারী। হাজারো পর্যটকের আগমনে সেন্ট মার্টিনে প্রচুর বর্জ্য জমে। কেওক্রাডংয়ের মতো সংগঠনের উদ্যোগ দ্বীপের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইফতিয়াজ নুর নিশান/এমজে